Command Palette

Search for a command to run...

How To Fix 404 Error Page In Blogger? | Fix Page Not Found In Blogger
imamuddinwp
Imam Uddin
·5 min read

How To Fix 404 Error Page In Blogger? | Fix Page Not Found In Blogger

How To Fix 404 Error Page In Blogger? | Fix Page Not Found In Blogger

HTTP Error 404 “ Page Not Found”

HTTP 404 Error কোডের অর্থ হচ্ছে ভিজিটর বা, Client থেকে আসা রিকোয়েস্টের ভিত্তিতে ওয়েব সার্ভার সেই রিকোয়েস্ট করা পেজটি, ফাইল, বা আলাদা কনটেন্ট খুঁজে পায় নি। তবে 400 Error মানে কিন্তু ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে নেটওয়ার্ক কানেকশন ঠিক ছিল, কানেকশন সফল হয়েছে, ব্যাট পেজটি সার্ভারে নেই!

Techdiary: article-image

how-to-fix-404-error-broken-link-in-blogger-freelancing-geek

যখন কেউ ব্রাউজারে ভুল URL প্রবেশ করায়, অথবা Site Admin Server থেকে পেজ টি ডিলিট করে দেয়, কিংবা পেজটি আলাদা কোন ইউআরএল এ ট্র্যান্সফার করে নিয়ে যায়, কিন্তু রিডাইরেকশন ব্যবহার করেনা, এই এরর তখন দেখায়। ইউজারকে এই প্রবলেম ফিক্স করার জন্য অবশ্যই URL পরিবর্তন করতে হবে।

এছাড়াও কিছু কমন এরর কোড হচ্ছে, ৪০০, ৪০১, ৪০৩; এখানে ৪০০ হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। ক্লায়েন্ট থেকে প্রোটোকল ডাটাতে এরর থাকলে সার্ভার এই কোড সেন্ড করে। অনেক সময় আপনার ইন্টারনেট সমস্যার জন্য সার্ভারের কাছে ব্রাউজার থেকে ঠিকঠাক মতো রিকোয়েস্ট সেন্ড হতে পারে না, কিংবা ডাটা করাপ্টেড হয়ে যায়, তখন ৪০০ রেসপন্স কোড সেন্ড করা হয়।

404 Error বা পেজ নট ফাউন্ড

মনে করুন আপনার সাইটের কোনো একটি পেজ ডিলিট হয়ে গেছে বা কোনো কারণ বসত তা ডিলিট করে দিয়েছেন। সেই ক্ষেত্রে কেউ যদি সেই পেজেটিতে ভিজিট করতে আসে তাহলে সে 404 Errors বা Page not found মেসেজটি দেখতে পাবে। আপনার সাইটে যদি ১০ থেকে ১৫টি পেজ বা পোস্ট থাকে সেই ক্ষেত্রে বেশি সমস্যা হয় না কিন্তু যদি আপনার সাইটে ২০০ বা ৫০০ পোস্ট থাকে সেই ক্ষেত্রে অনেক 404 Errors আসতে পারে। মনে করুন আপনি একটি পোস্ট তৈরি করলেন এবং সেটি বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করলেন এবং ব্যাকলিংকইন্টারনাল লিঙ্কিং করলেন। এখন কোনো কারণ বসত আপনি যদি সেই পেজটি ডিলিট করে দেন যেরকম কোনো তথ্য ভুল বা পোস্টের পারফরমেন্স ভালো না।তাহলেও আপনার সেই পোস্টে ব্যাকলিংক, ইন্টারনাল লিঙ্কিং এবং সোশ্যাল সাইটে শেয়ার করা লিংক থেকে ট্রাফিক আসবে।

আর যেহেতু আপনি পেজ বা পোস্টটি ডিলিট করে দিয়েছেন তাই 404 Error দেখাবে। আর ভিজিটর রা আপনার সাইট তৎক্ষণাৎ ছেড়ে চলে যাবে।

Techdiary: article-image

404 Error Page | Page Not Found | Freelancing Geek

404 Page Not Found এর অর্থ কি?

404 Page Not Found বা 404 Page Error দুটো একি বিষয় বলা যায় সব ব্লগারের এই সমস্যা হয়ে থাকে। এটা তখনি দেখাই যখন কোন ভুল URL ক্লিক করি বা কোন পেজ ব্লগ থেকে Delete হয়ে যায় বা পোস্ট পাবলিশ করার পর আবার সেই পোস্টের নাম বা URL পাল্টায়।

অনেক সময় এগুলো আমরা জানতে পারিনা আমাদের ছোট ছোট ভুলে অনেক খতি হয়ে যায়। ইনটারনেট জগতের একটা সাধারণ বিষয়। কিন্তু অনেক ব্লগার এটা দেখে ভয় পায়। আবার আমাদের ভিজিটররা এটা দেখলে অন্য সাইটে চলে যায়।

এস ই ও তে 404 Error Page এর প্রভাবঃ

আবার খুব বেশি 404 Page Error আসলে সার্চইঞ্জিন ধীরে ধীরে আমাদের ওয়েবসাইট পিছনে ফেলে দেয়। আশা করি 404 page কি আর কেন হয় বুঝাতে পেরেছি। এবার জেনেনিই কিভাবে ঠিক করবো।

ব্লগার এ পেইজ নট ফাউন্ড বা, ৪০৪ এরর কিভাবে ঠিক করবো?

ওয়ার্ডপ্রেস এ প্লাগিন এর মাধ্যমে সহজে ব্রোকেন লিঙ্ক ফিক্স করা গেলেও ব্লগার এ প্লাগিন সুবিধা না থাকায় তা ম্যানুয়ালী করতে হয়। Broken Link Checker এর মাধ্যমে আপনি প্রথমে আপনার সাইটে কি কি Broken Link আছে তা জেনে নিন। এর পর নিচের দেখানো ভিডিও এর মত ঠিক করুন।

নিচে একটি ভিডিও দেয়া আছে ব্লগার এ ৪০৪ পেইজ নট ফাউন্ড কিভাবে ঠিক করে তা নিয়ে।

ফ্রিল্যান্সিং গিক ( Freelancing Geek ) এর HTTP 404 Error Fixing এর ধাপ গুলো সম্পন্ন করার সময় করা স্ক্রিন ভিডিও।

https://freelancing-geek.blogspot.com/2021/06/how-to-fix-404-error-page-in-blogger.html

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.