Software Engineering Career Path
আপনি যদি নিজেকে একজন full-stack সফটওয়্যার ডেভেলপার হিসেবে গড়ে তুলতে চান | তাহলে আপনাকে বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে | কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে এ ধরনের শিক্ষণীয় প্ল্যাটফর্ম খুবই কম .| আর যেগুলো রয়েছে সেগুলোতে কোর্স ফি অনেক বেশি | ফলে সাধারণ মানুষের এত কোর্স ফি দিয়ে এসব শেখা সম্ভব হয়ে ওঠেনা | এছাড়া গুগল ইউটিউব ঘাটাঘাটি করে সাধারন মানুষ এ সম্পর্কে সম্পূর্ণ গাইড লাইন পায়না |
তাই আমাদের ভিশন হলো দেশের প্রান্তিক চঞ্চল পর্যন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল নিশ্চিত করা এবং মিশন হলো দেশের টেক বাজারকে পরিচ্ছন্ন করা যাতে দেশের তরুন শিক্ষার্থী এবং প্রযুক্তি উদ্যোক্তারা সাচ্ছন্দে প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে। শতভাগ কোয়ালিটি নিশ্চিতের পাশাপাশি আপনার যথাযথ স্কিল নিশ্চিত করবো এবং তা স্বল্প অর্থের(প্ল্যাটফর্ম পাব্লিশ হলে সঠিক দাম জানতে পারবেন) বিনিময়ে।
শুরুতেই আমার পাশাপাশি দেশ এবং দেশের বাহির থেকে দুই একজন হাই প্রোফাইল সিনিয়র ভাইরা থাকছেন আপনাদের মেন্টর হিসেবে! এখন তাদের পরিচয় সিক্রেট রাখা হলো। বিস্তারিত জানানো হবে প্ল্যাটফর্ম পাব্লিশ এর পূর্বেই। আপাদত একটা আইডিয়া দিচ্ছি কি ধরনের কোর্স থাকছে।
১। জেনেরাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এন্ড ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট।
২। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন প্রফেশনাল এন্ড ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট।
৩। এডভান্স ক্লাউড ইঞ্জিনিয়ারিং এন্ড ডাটা সাইন্স।
৪। সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন কোর্স।
৫। কম্পারেটিব প্রোগ্রামিং এন্ড বেসিক সফটওয়্যার ডেভেলপমেন্ট।
একটা আইডিয়া দেওয়া হলো। পরবর্তীতে আপডেট জানানো হবে। আমাদের লেখাটি ভাল লেগে থাকলে আমাদের গ্রুপে জয়েন দিতে পারেন গ্রুপ লিংক আমাদের সাথেই থাকুন। https://cutt.ly/onM2dtC ধন্যবাদ।