Command Palette

Search for a command to run...

HTML এর ট্যাগ সমূহ
nomangazicse
Noman Gazi
·9 min read

HTML এর ট্যাগ সমূহ

মৌলিক ট্যাগ সমূহ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<html></html>HTML ডকুমেন্ট বুঝানোর জন্য।
<head></head>প্রোগ্রামের হেড অংশ নির্দেশ করে।
<title></title>ডকুমেন্ট এর টাইটেল বুঝানোর জন্য।
<h1> থেকে <h6></h1> থেকে </h6>কোনো লেখার শিরোনাম নির্দেশ করে।
<p></p>এই ট্যাগের ভিতরের লেখাকে প্যারাগ্রাফ হিসাবে বিবেচনা করা হয়।
<meta></meta>HTML এর বিষয়ে মেটা ডাটা নির্দেশ করে।

সিঙ্গেল ট্যাগ সমূহ-

ট্যাগ সমূহবর্ণনা
<br>এই ট্যাগ ব্যবহার করার ফলে এক লাইন ফাঁকা তৈরি হয়।
<hr>সমান্তারাল লাইন তৈরিতে ব্যবহৃত হয়।
<!DOCTYPE>HTML ডকুমেন্টের ধরন নির্দেশ করে।
<!--.......-->কমেন্ট লেখার জন্য।

ফরমেটিং ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<abbr></abbr>Abbreviation Tag
<address></address>যোগাযোগের ঠিকানা নির্দেশ করে।
<b></b>এই ট্যাগের ভিতরের লেখাকে বোল্ড হিসাবে বিবেচনা করা হয়।
<big></big>স্বাভাবিকের চেয়ে বড় টেক্সট লেখার জন্য।
<blockquote></blockquote>বিশেষ উদ্ধৃতি প্রকাশের জন্য।
<cite></cite>কাজের শিরোনাম দেয়ার জন্য।
<code></code>কম্পিউটারের কোড টেক্সট প্রকাশের জন্য।
<del></del>কোন লেখাকে কেঁটে বাদ দেওয়া হয়েছে বুঝাতে।
<em></em>কোন লেখার উপর জোর দিতে ব্যবহৃত হয়।
<i></i>এই ট্যাগের ভিতরের লেখাকে italic হিসাবে বিবেচনা করে।
<mark></mark>কোন লেখাকে মার্ক করার কাজে ব্যবহৃত হয়।
<meter></meter>জানা রেঞ্জের মধ্যে ভৌত রাশির পরিমাপ দেখাতে।
<small></small>স্বাভাবিকের চেয়ে ছোট টেক্সট লেখার জন্য।
<strong></strong>Strong টেক্সট কে নির্দেশ করে।
<sub></sub>এই ট্যাগের ভিতরের লেখাকে সাবস্ক্রিপ্ট হিসাবে বিবেচনা করা হয়।
<sup></sup>এই ট্যাগেড় ভিতরের লেখাকে সুপার স্ক্রিপ্ট হিসাবে বিবেচনা করা হয়।
<time></time>তারিখ/ সময় প্রকাশ করতে।
<u></u>কোন লেখাকে আন্টার লাইন করতে ব্যবহার করা হয়।
<q></q>এই ট্যাগের ভিতরের লেখাকে কোটেশনের মাধ্যেম প্রদর্শন করা হয়।
<var></var>চলক প্রকাশ করতে।

ফরম ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<button></button>ক্লিক যোগ্য বাটন তৈরির জন্য।
<form></form>ফরম তৈরিতে ব্যবহৃত হয়।
<fieldset></fieldset>ফরমে গ্রুপ সংক্রন্ত element এর জন্য।
<legend></legend><fieldset> element এর শিরোনামের জন্য।
<input></input>ফরমের ইনপুর ফিল্ড তৈরিতে ব্যবহৃত হয়।
<label></label><input> element এর লেবেল তৈরির জন্য।
<optgroup></optgroup>drop-down list এর options গ্রুপ নির্দেশে।
<option></option>drop-down list এর পছন্দক্রম তৈরির জন্য।
<output></output>কোন গণনা কাজের আউটপুট দেওয়ার জন্য
<select></select>drop-down list তৈরির জন্য।

ইমেজ ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<img>ছবি যুক্ত করতে ব্যবহৃত হয়।
<map></map>client-side image-map নির্দেশ করে।
<area></area>mage-map এর অন্তর্গত area নির্দেশ করে।
<canvas></canvas>চিত্র অংকনের জন্য ব্যবহৃত হয়।
<figcaption></figcaption>অংকিত চিত্রের শিরোনাম দেওয়ার জন্য।

টেবিল ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<col></col>টেবিলের কলাম তৈরিতে ব্যবহৃত হয়।
<colgroup></colgroup>একাধিক কলামের গ্রুপ নির্দেশ করে।
<table></table>এই ট্যাগের ভিতরের লেখাকে টেবিল হিসসাবে বিবেচনা করা হয়।
<tbody></tbody>টেবিলের মুল কনটেন্ট গ্রুপ তৈরিতে ব্যবহৃত হয়।
<td></td>টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়।
<tfoot></tfoot>ফুটার কনটেন্ট গ্রুপ তৈরিতে ব্যবহৃত হয়।
<th></th>টেবিলের অর্ন্তগত সেলের হেডার নির্দেশে।
<thead></thead>হেডার কনটেন্ট গ্রুপ তৈরিতে ব্যবহৃত হয়।
<tr></tr>এই ট্যাগের ভিতরের লেখাকে টেবিলের রো হিসাবে বিবেচনা করা হয়।

অডিও/ভিডিও ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<audio><audio>অডিও কনটেন্ট অন্তুর্ভুক্ত করতে।
<source></source>মিডিয়া কনটেন্ট অন্তুর্ভুক্ত করতে।
<video></video>ভিডিও কনটেন্ট অন্তর্ভুক্ত করতে।

লিস্ট ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<command></command>কমান্ড বাটন তৈরিতে।
<dd></dd>লিস্টের কোন পদের বর্ণ্না দিতে।
<dl></dl>বর্ণনা লিস্ট করতে।
<dt></dt>বর্ণনা লিস্টের কোন টার্ম নির্দেশে।
<li></li>এই ট্যাগের ভিতরের লেখাকে লিস্ট আকারে প্রদার্শন করা হয়।
<menu></menu>কমান্ডের লিস্ট/মেন্যু নির্দেশে
<ol></ol>অর্ডার লিস তৈরিতে ব্যবহৃত হয়।
<ul></ul>আন-অর্ডার লিস্ট তৈরিতে ব্যবহার হয়।

লিংক ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<a></a>anchor ট্যাগ। হাইপার লিংক নির্দেশ করে।
<link>ডকুমেন্ট ও বাইরের সোর্সের মধ্যে সম্পর্ক নির্দেশ করে।
<nav></nav>navigation links নির্দেশে।

সেকশন/স্টাইল ট্যাগ-

শুরু ট্যাগশেষ ট্যাগবর্ণনা
<article><article>article নির্দেশ করে।
<aside><aside>পেজের কনটেন্ট থেকে আলাদা করার জন্য।
<div></div>ডকুমেন্টে সেকশন তৈরিতে।
<dialog></dialog>ডায়লগ বক্স বা উইনডো নির্দেশে ব্যবহার করে।
<footer></footer>ডকুমেন্ট বা সেকশনের ফুটার নির্দেশে।
<section></section>ডকুমেন্ট সেকশন নির্দেশের
<details></details>কোন বিষয়ের অতিরিক্ত বর্ণনা দেখাতে বা লুকাতে।
<summary><summary><details> element এর হেডিং নির্দেশ করে।

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.