Command Palette

Search for a command to run...

নতুন স্ট্রিং(string) মেথডস ইন জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6)
shakilbabu
Shakil Babu
·6 min read

নতুন স্ট্রিং(string) মেথডস ইন জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6)

জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6) এ নতুন কয়েকটি স্ট্রিং মেথডস এসেছে । তার ভেতর সবচেয়ে বেশি ৪ টি মেথডস ব্যাবহার করা হয় নিচে উল্লেখ করা হলো :-

  1. startsWith(str, index)
  2. endsWith(str, length)
  3. includes(str, index)
  4. repeat(number)

যদিও আমরা স্ট্রিং(string) কি , কিভাবে ডিক্লেয়ার করা হয় সবই জানি । যখন আমরা কোনো স্ট্রিং(string) ডিক্লেয়ার করি তখন ডিক্লেয়ারকৃত স্ট্রিং(string) টির প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে যেমন :-

const Name = "SHAKIL MIA";

আমাদের কোনো ক্যারেক্টারের দরকার হইলে ইন্ডেক্স নাম্বার ব্যাবহার করে তা খুব সহজেই বের করতে পারি :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name[0]); // S
console.log(Name[1]); // H
console.log(Name[9]); // A

Techdiary: article-image

স্ট্রিং(string) নিয়ে আপনি অনেক কিছুই জানেন তারপরেও একটু আলোচনা করা হলো সবার জন্য । এবার চলুন জাভাস্ক্রিপ্ট ইএস৬(ES6) এ নতুন স্ট্রিং মেথডস নিয়ে আলোচনা করা যাক :-

১। startsWith() মেথড

সিনট্যাক্স:-

string.startsWith(str, index)

কোনো স্ট্রিং নির্দিষ্ট কোন ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তা চেক করার জন্য startsWith() মেথড ব্যাবহার করা হয় । এটা সবসময় Boolean ভ্যালু true অথবা false রিটার্ন করে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('S')); // true
console.log(Name.startsWith('SHA')); // true
console.log(Name.startsWith('SHAKIL')) // true

উপরের, সবগুলো সঠিক তাই আউটপুট true দিয়েছে । এখন যদি স্ট্রিং যে ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে সেইটা বাদে অন্য কিছু দিয়ে চেক করি :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('Ab')); // false
console.log(Name.startsWith('abc')); // false

এবার কিন্তু, আমাদের false রিটার্ন করেছে কারণ:- আমরা যে ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে চেক করেছি সেইটা দিয়ে স্ট্রিং শুরু হয় নাই । startsWith() মেথড কেস-সেনসিটিভ অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের একই ক্যারেক্টার এক নাহ । নিচে দেখুন :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('s')); // false
console.log(Name.startsWith('shakil')); // false

আমরা সিনট্যাক্স লিখার সময়ই দেখেছি startsWith() মেথড দুইটি প্যারামিটার নেয় । প্রথমটা স্ট্রিং আর দ্বিতীয়টা ইন্ডেক্স । দ্বিতীয় প্যারামিটার অর্থাৎ ইন্ডেক্স অপশনাল আপনি চাইলে পাস করতে পারেন আবার নাও পারেন । যদি পাস নাহ করা হয় তাহলে এটি ডিফল্ট(Default) হিসেবে প্রথম ইন্ডেক্সকেই পয়েন্ট(Point) করে যা আমরা এতক্ষণ দেখলাম । এবার যদি ইন্ডেক্সকে পাস করি তাহলে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.startsWith('IL',4 )); // true
console.log(Name.startsWith('M',7)); // true

একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে, IL কিন্তু SHAKIL MIA এর 4 নাম্বার ইন্ডেক্স থেকেই শুরু হয়েছে তাই আমাদের আউটপুট হিসেবে true রিটার্ন করেছে ।

২। endsWith() মেথড

সিনট্যাক্স :-

endsWith(str, length)

কোনো স্ট্রিং নির্দিষ্ট কোন ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে তা চেক করার জন্য endsWith() মেথড ব্যাবহার করা হয় । এটা সবসময় Boolean ভ্যালু true অথবা false রিটার্ন করে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('A')); // true
console.log(Name.endsWith('MIA')); // true

console.log(Name.endsWith("S")); // false

endsWith() মেথডও কেস-সেনসিটিভ(case-sensitive) :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('a')); // false

endsWith() মেথডও দুইটি প্যারামিটার নেয় প্রথমটা স্ট্রিং আর দ্বিতীয়টা length যা অপশনাল । যদি পাস নাহ করা হয় তাহলে এটি ডিফল্ট(Default) হিসেবে শেস ইন্ডেক্সকেই পয়েন্ট(Point) করে যা আমরা এতক্ষণ দেখলাম । এবার যদি length কে পাস করি তাহলে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('M', 8)); // true

ইন্ডেক্স অনুযায়ী 8 নাম্বার পজিশনে কিন্তু I আছে ।

তারপরেও true রিটার্ন করতেছে কারণ:- endsWith() মেথড index নাহ length প্যারামিটার নেয় । সেই অনুযায়ী M কিন্তু 8 নাম্বার ভ্যালু, কারণ - আমরা জানি যে length সবসময় 1 থেকে কাউন্ট হয়।

Techdiary: article-image

আরেকটি উদাহরণ দেখি :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.endsWith('H', 2)); // true

৩। includes() মেথড

সিনট্যাক্স:-

string.includes(str, index)

কোনো স্ট্রিং(string) এ নির্দিষ্ট কোন ক্যারেক্টার বা ওয়ার্ড আছে কি নাহ তা চেক করার জন্য includes() মেথড ব্যাবহার করা হয় । এটাও সবসময় Boolean ভ্যালু true অথবা false রিটার্ন করে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.includes('H')); // true
console.log(Name.includes('MIA')); // true

console.log(Name.includes("Babu")); // false

startsWith() এবং endsWith() এর মতো includes() মেথডও কেস-সেনসিটিভ(case-sensitive) :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.includes('a')); // false

includes() মেথডও দুইটি প্যারামিটার নেয় প্রথমটা স্ট্রিং আর দ্বিতীয়টা index যা অপশনাল । এবার যদি index কে পাস করি তাহলে :-

const Name = "SHAKIL MIA";
console.log(Name.includes('MIA',7 )); // true

৩। repeat() মেথড

সিনট্যাক্স:-

string.repeat(number)

একটি স্ট্রিং কে বার বার লিখতে বা রিপিট(repeat) করতে এই মেথড ব্যাবহার করা হয়। এটি একটা number প্যারামিটার হিসেবে নেয় সেই অনুযায়ী স্ট্রিং রিপিট(repeat) হয় -

const Name = "SHAKIL ";
console.log(Name.repeat(5));

// SHAKIL SHAKIL SHAKIL SHAKIL SHAKIL

এই ছিলো জাভাস্ক্রিপ্ট ইএস৬ এর নতুন কিছু স্ট্রিং মেথডস, আশা করি বুঝতে পারছেন ।

ধন্যবাদ সবাইকে.

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.